রান্নাঘর আর চার পাচটা রুমের মত নয় বরং এটি একটি বাড়ির প্রাণকেন্দ্র। এ জন্যই বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলতে একটি সুন্দর রান্নাঘরের জুড়ি নেই।রান্নাঘর মানে কেবল এই নয় যেখানে আপনি শুধু খাবার রান্নাই করেন। তাই রান্নাঘর এমন হতে হবে যেন বাড়ির গৃহিণী রান্না ঘরে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়, আনন্দ নিয়ে রান্না করতে পারেন ।
যদি চান তাহলে সাধারণত Ply, HPL, MDF,গর্জন ,ভিনিয়ার এবং প্লাই উড এর সমন্বয়ে এই ধরনের কিচেন কেবিনেট বানাতে খরচ হবে ১৩৫০ – ২৬০০ টাকা প্রতি বর্গ ফুট কিন্তু আপনি যদি তা কাস্টমভাবে বানাতে চান তাহলে দামটা একটু বেশি পড়বে।
আপনার সারা জীবনের কষ্টার্জিত অর্থ, সমস্যা এবং সপ্নের মূল্য আমরাই বুঝিআর তাই আমরা দেব আপনাকে আপনার কষ্টের প্রাপ্য সার্ভিসযা সারা জীবন আপনার মুখে হাসি ফুটাবে।
pakgor.com থেকে আমরা আপনাদের দিচ্ছি সবথেকে উন্নতমানের ইন্টেরিয়র সার্ভিস।
আপনার প্রিয় সেই রান্নাঘরকে, বহু স্বপ্নের সত্যি হওয়া এবার সাজিয়ে দেব আমরা।